State

ভারতী ঘোষের দলীয় সভা ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

শুক্রবার সন্ধে ৭টা ৪০ নাগাদ ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ হাজির হন পশ্চিম মেদিনীপুরের বৈকুন্ঠপুরের আস্থাল নিম্বক মঠের একটি অংশে। তেমনই দাবি সেখানকার মঠের এক সদস্যের। আর তিনি আসার পরই সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিজেপির এই বৈঠকে দলীয় কর্মীদের মধ্যে শাড়ি ও টুপি বিতরণ হচ্ছিল। তখনই তৃণমূলের তরফে হামলা হয় বলে অভিযোগ। ২ পক্ষে তারপর প্রবল সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়।

পুলিশ জানাচ্ছে এই ঘটনায় ২ তৃণমূল কর্মী আহত হয়েছেন। কিন্তু সূত্রের খবর আহতের সংখ্যা তার চেয়েও বেশি। ২ পক্ষের প্রায় ১৬ জন এই সংঘর্ষে আহত হয়েছেন। পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অন্যদিকে ভারতীয় ঘোষের দাবি, সংঘর্ষের সময় তাঁর মাথায় পাথর ছোঁড়া হয়। তা নিয়ে তিনি পুলিশের কাছে অভিযোগও করেন। পুলিশ আধিকারিক তাঁকে ভিতরে গিয়ে বসার নির্দেশ দেন। ভারতী ঘোষের আরও অভিযোগ যারা তাঁর গাড়ি ভাঙচুর করেছিল তাদের পুলিশ ছেড়ে দিয়েছে।

এই ঘটনা ঘিরে বৈকুণ্ঠপুরে শনিবারও চাপা উত্তেজনা ছিল। রবিবারই ঘাটাল কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্রে ভারতী ঘোষের লড়াই তৃণমূলের গতবারের জয়ী দীপক অধিকারীর বিরুদ্ধে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button