State

লরির ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ৫৫

বুধবার সকাল তখন সাড়ে ৯টা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে যাত্রীবোঝাই অবস্থায় একটি বাস ছুটে যাচ্ছিল বাঁকুড়ার সারেঙ্গার দিকে। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাসটি যখন পশ্চিম মেদিনীপুরের গিরিধারীচকে পৌঁছয়, তখন উল্টোদিক থেকে আসছিল একটি লরি। কত গাড়িই তো যাত্রাপথে উল্টো দিক থেকে আসছে। চালক নিজের মতই এগোচ্ছিলেন। কিন্তু তখনই আচমকা নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটি তখন একদম তার সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে গতিতে থাকা বাসে। এই সংঘর্ষে ২টি যানই টাল সামলাতে না পেরে উল্টে যায়। বাসে তখন অনেক যাত্রী ছিলেন। শুরু হয় আর্ত চিৎকার। আশপাশ থেকে মানুষজন উদ্ধারের জন্য ছুটে আসেন।

উল্টে যাওয়া বাস থেকে একে একে মানুষকে বার করে আনা হয়। অনেকেই রক্তাক্ত অবস্থায় ছিলেন। পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ৫০ জনের বেশি যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে দুপুর পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *