Kolkata

রাজ্যে ৬ দফায় ৭ দিনে ভোট

Syed Nasim Ahmad Zaidiবিহার মডেলকে মাথায় রেখে পশ্চিমবঙ্গে ৬ দফায় বিধানসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রথম দফাকে আবার দুভাগে ভাঙা হয়েছে। ভোট শুরু হবে ৪ এপ্রিল, সোমবার। ওদিন জঙ্গলমহলের ১৮টি কেন্দ্রে প্রথম দফার প্রথম দিনের ভোট সম্পূর্ণ হবে। প্রথম দফার দ্বিতীয় দিনের ভোট হবে ১১ এপ্রিল, সোমবার। ওদিনও জঙ্গলমহলেই ভোট। আসনের সংখ্যা ৩১টি। রাজ্যে দ্বিতীয় দফায়  ভোট গ্রহণ হবে ১৭ এপ্রিল,রবিবার। আসনের সংখ্যা ৫৬টি। তৃতীয় দফার ভোট ২১ এপ্রিল,বৃহস্পতিবার। চতুর্থ দফার ভোট ২৫ এপ্রিল, সোমবার। আসনের সংখ্যা ৪৯টি। পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে ৩০ এপ্রিল, শনিবার। আসন সংখ্যা ৫৩টি। ষষ্ঠ ও শেষ দফাতর ভোট হবে ৫ মে, বৃহস্পতিবার। আসন সংখ্যা ২৫টি। ওদিন কোচবিহারের ‌যে অংশ সাবেক ছিটমহল বলে পরিচিত সেখানে ভোট গ্রহণ হবে। ভোট দেবেন ১৬ হাজার ভোটার। ভোট গণনা হবে ১৯ মে। ২১ মের মধ্যে ‌যাবতীয় ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করবে কমিশন। এদিন নয়াদিল্লিতে ভোটের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। এদিন থেকেই আদর্শ নির্বাচনবিধি লাগু হয়ে গেছে।

তামিলনাড়ু, কেরালা, অসম ও পুডুচেরির ভোটের দিনক্ষণও ঘোষণা করেছে কমিশন। অসমের ১২৬টি আসনে দুদফায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ৪ ও ১১ এপ্রিল। এছাড়া তামিলনাড়ুর ২৩৪টি আসনে, কেরালার ১৪০টি আসনে ও পুডুচেরির ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। অসম ও পশ্চিমবঙ্গের প্রতিটি পোলিং জোনে কেন্দ্রীয় বাহিনী থাকছে। অর্থাৎ সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না। তবে একটি পোলিং জোনের আওতায় থাকা বেশ কয়েকটি বুথের জন্য কেনদ্রীয় বাহিনী থাকবে। পশ্চিমবঙ্গে এবার ভোটার সংখ্যা ৬ কোটি ৫৫ লক্ষ। রাজ্যের ৭৭ হাজার ২৪৭টি বুথে ভোটগ্রহণ হবে। এবারও সব বুথে ইভিএম মেশিনেই ভোটগ্রহণ হবে। প্রার্থী নিয়ে ভোটারদের ‌যাবতীয় বিভ্রান্তি এড়াতে এবার ইভিএমে প্রত্যেক প্রার্থীর নামের পাশে ছবি দিতে চলেছে নির্বাচন কমিশন। এবারই প্রথম নোটার প্রতীকে ভোট দেওয়ার সু‌যোগ পেতে চলেছেন রাজ্যবাসী। ফলে কোনও প্রার্থী পছন্দ না হলে ভোট দিতে না ‌যাওয়ার দরকার পড়বে না কারও। চাইলেই ভোট কেন্দ্রে গিয়ে নোটায় ভোট দিয়ে আসতে পারবেন তাঁরা। অর্থ বা অন্য কোনও প্রলোভনের বিনিময়ে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ানোর জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতে অত্যাধুনিক প্র‌যুক্তি ব্যবহার করতে চলেছে কমিশন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *