State

কমিশনে খারিজ বাম-বিজেপির দাবি

West Bengal Assembly Election 2016 টাওয়ার লোকেশনেও দাবির সপক্ষে কোনও সূত্র না মেলায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশ কর্তাদের গোপন বৈঠকের তত্ত্ব দ্বিতীয়বারের জন্য খারিজ করে দিল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফা ভোটের আগে নন্দীগ্রামের একটি স্কুলে মধ্যরাতে স্থানীয় ৭ থানার ওসির সঙ্গে আলাদা বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সেই অভিযোগ খতিয়ে দেখার পর শুভেন্দুকে ক্লিনচিট দেয় কমিশন। তারপরও বিজেপি মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখার দাবিতে কমিশনের দ্বারস্থ হয়। কমিশন শুভেন্দু অধিকারী ও ওই ৭ ওসির সেই সময়কার মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখার নির্দেশ দেন। কিন্তু তাতেও এদিন দাবির সপক্ষে কোনও সূত্র মেলেনি বলে জানিয়ে দিয়েছে কমিশন। বাম ও বিজেপির কাছে এটা একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে স্বাভাবিকভাবেই এরপর বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ক্লিনচিট পাওয়া শুভেন্দু অধিকারী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *