Kolkata

অনুব্রতকে নজরবন্দি করল কমিশন

Election Commission of Indiaঠিক ভোটের আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অনুব্রতকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অনুব্রত মণ্ডল ভোটের আগে হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ করে বারবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে আসছিলেন বিরোধীরা। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি সহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে বৈঠক করেন। তখনই অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত তাঁরা দিয়ে গিয়েছিলেন। তারপরই এদিন চিঠি পাঠিয়ে অনুব্রত মণ্ডলকে ভোট প্রক্রিয়া চলাকালীন নজরবন্দি রাখার নির্দেশ দিল কমিশন। ফলে এখন থেকে অনুব্রতর সঙ্গে সব সময় একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। থাকবে কেন্দ্রীয় বাহিনীও। তাঁর প্রতি মুহুর্তের গতিবিধির ওপর কড়া নজর রাখা হবে। অনুব্রত মণ্ডলের প্রতিটি মুহুর্তের গতিবিধি ক্যামেরাবন্দি করে রাখারও নির্দেশ দিয়েছে কমিশন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *