State

জেলার ইতিহাসে প্রথমবার বিরোধীশূন্য জেলা পরিষদ গঠন করতে চলেছে তৃণমূল

শুক্রবার বীরভূম জেলা পরিষদ গঠন করতে চলেছে তৃণমূল। জেলা পরিষদের ইতিহাসে এই প্রথম বিরোধীশূন্য বোর্ড গঠিত হবে। উল্লেখ্য, জেলার রাজনগর আসনেই শুধুমাত্র এক বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছিলেন। বাকি ৪১টি আসনে কোনও মনোনয়ন জমাই পড়েনি। পরে মনোনয়ন জমা দেওয়া বিজেপি প্রার্থীও মনোনয়ন পত্র প্রত্যাহার করে তৃণমূলে যোগ দান করেন। ফলত, এবারের বীরভূম জেলা পরিষদ শাসক দলের কাছে একপ্রকার নিষ্কণ্টক বলা যেতে পারে।

গত রবিবার বোলপুরে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বিকাশ রায়চৌধুরীর নাম ঘোষণা করেন। বিকাশবাবু দ্বিতীয়বারের জন্য এই পদে বসতে চলেছেন। জেলা পরিষদ সূত্রে খবর, এদিন জেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৪২ জন সদস্য শপথগ্রহণ করবেন। শপথগ্রহণ শেষে একটি জনসভা হবে। সেখানে দলের তরফে বীরভূম জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন বলে খবর। জেলার ২ বিধায়ক-মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহও উপস্থিত থাকবেন এদিনের সভায়। উপস্থিত থাকার কথা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য বিধায়কদেরও।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *