Sports

আঙুরের ক্ষেত সমৃদ্ধ গ্রামে বিরুষ্কার প্রেম-পরিণতি, মধুচন্দ্রিমা যাপন রোমে


গত সোমবারই ঘটেছে যাবতীয় জল্পনার অবসান। ২০১৭ সালের সবথেকে চমকপ্রদ বিলাসবহুল পরিণয়ের সাক্ষী থেকেছে ইতালির নিসর্গসৌন্দর্যে চিত্রিত গ্রাম তাস্কানির বুর্গ ফিনেচ্চিয়েতো দুর্গ। বাইশ গজের সম্রাট বিরাট কোহলির ঘরণী হওয়ার সামাজিক ও আইনসম্মত অধিকার অর্জন করেছেন বলিউড সাম্রাজ্যের প্রতিষ্ঠিত সম্রাজ্ঞী অনুষ্কা শর্মা। তাঁদের সেই রূপকথা সমতুল্য শাশ্বত প্রেমের সাক্ষী হওয়ার সৌভাগ্য এবারে অর্জন করতে চলেছে ইউরোপের শাশ্বত নগরী।


মঙ্গলবার নবদম্পতি তাঁদের মধুরতম মধুচন্দ্রিমা যাপনের উদ্দেশে রওনা দিয়েছেন রোমে। সেখানে রোম্যান্টিকতার জোয়ারে কিছুদিন গা ভাসিয়ে তারপর ভারতে ফিরে বন্ধু, আত্মীয় ও বিশিষ্ট অতিথি-তারকাদের জন্য আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেবেন বিরুষ্কা।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *