Sports

জাহিরের বিয়েতে বিরাট-অনুষ্কার নাচ, ভিডিও ভাইরাল

জাহির খান ও সাগরিকা ঘাটগে-র বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাট কোহলি ও তাঁর বান্ধবী তথা বলিউড সুন্দরী অনুষ্কা শর্মা। সেখানে রঙ বাহারি আলোর খেলায় তখন মোহময় পরিবেশ। সকলেই আনন্দে মাতোয়ারা। আবহে পাঞ্জাবি পপের তালে তখন সকলেরই শরীর কমবেশি দুলছে। একই অবস্থা বিরাট-অনুষ্কার। দুজনেই তালে তালে শরীর দোলাতে শুরু করেন। ক্রমশ বিরাট অনুষ্কার নাচ গোটা মহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আশপাশের অতিথিরা তখন সব ছেড়ে মোবাইল ক্যামেরায় এই দৃশ্য বন্দি করতে ব্যস্ত। বিরাট নেচে চললেন। ক্রমশ তালের সঙ্গে সঙ্গে নাচও নিজের এনার্জি বাড়াল। ২২ গজের মতই সব ফোকাসটুকু একাই তখন শুষে নিচ্ছেন ভারতের এই অন্যতম কিংবদন্তী।

যে ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল সেখানে দেখা যাচ্ছে একসময়ে বিরাটের সঙ্গে তাল মিলিয়ে পা মেলাতে হাজির হন বর নিজেই। জাহির আর বিরাটের সেই নাচ দেখতে তখন ভিড় উপচে পড়ছে। দুই ভারতীয় ক্রিকেট তারকার নাচ দেখে হেসেই লুটোপুটি অনুষ্কা। জাহিরের বিয়ের অনুষ্ঠানে বিরাটের এই নাচ হয়তো চিরকাল স্মৃতি হয়ে থাকবে নবদম্পতির।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button