World

জীবনের ঝুঁকি নিয়ে এগোলাম, কিছু হলে সরকার দায়ী থাকবে, বার্তা একদল পড়ুয়ার

ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। হাজার হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়েও আনা হয়েছে। কিন্তু এরমধ্যেই এল এক অন্য ভিডিও বার্তা।

ইউক্রেন থেকে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার তৎপরতা ভারত সরকার যে দেখাচ্ছে তা স্পষ্ট। কিন্তু তার পরে এখনও বেশ কয়েকজন ছাত্রছাত্রী আটকে রয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। এমনই একদল ছাত্রছাত্রীর একটি ভিডিও বার্তা এবার সামনে এল।

৬০০ জন ছাত্রছাত্রী ইউক্রেনের উত্তর পূর্ব দিকের রাজ্যে সুমি-তে আটকে রয়েছেন। তাঁরা একটি ভিডিও বার্তা পাঠিয়ে কার্যত কিছুটা হলেও ক্ষোভ উগরে দিয়েছেন। বেরিয়ে এসেছে এক হতাশাও।

তাঁদের দাবি, ১০ দিন হয়ে যাওয়ার পরও তাঁরা সুমিতেই আটকে। সেখানে আকাশে উড়ছে রাশিয়ার বিমান। বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বিভিন্ন দিক থেকে। রাস্তাতেও চলছে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই।

এমনই এক পরিস্থিতিতে তাঁরা এতদিন এখানে আটকে থাকলেও তাঁরা এবার হাঁটা শুরু করলেন। সীমান্তের দিকে হাঁটা শুরু করছেন।

এতে প্রতিপদে জীবনের ঝুঁকি রয়েছে। বোমা আছড়ে পড়ছে যখন তখন। ফলে তাঁদের জীবন যেতে পারে। সেই ঝুঁকি নিয়েই তাঁরা সীমান্তের দিকে হাঁটা শুরু করছেন।

এটাও তাঁরা জানিয়েছেন ওই ভিডিও বার্তায় যে যদি এই যাত্রাপথে তাঁদের কিছু হয় তাহলে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে। এই ভিডিও বার্তাই তাঁদের ইউক্রেন থেকে শেষ ভিডিও বার্তা বলেও জানিয়েছেন তাঁরা।

এই ভিডিওতে কার্যতই প্রবল ক্ষোভ আছড়ে পড়েছে। অন্য ছাত্রছাত্রীদের উদ্ধারে ভারত সরকার যতটা তৎপরতা দেখাচ্ছে তাঁদের ক্ষেত্রে তা হয়নি। এমনটাই প্রকাশ পাচ্ছে তাঁদের বক্তব্যে। ওই ভিডিওতে ভারতীয় পতাকা হাতে ভারত মাতা কি জয় ধ্বনিও দিতে দেখা গেছে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *