World

ইউক্রেনের নাগরিকদের দেওয়া পাউরুটিতে শেষ রাশিয়ার সেনা

ইউক্রেনে এখনও তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হানা, আকাশপথে হানা চলছে। এর মধ্যেই ইউক্রেনের নাগরিকদের দেওয়া পাউরুটিতে শেষ রাশিয়ার সেনা।

ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আক্রমণ শানাচ্ছে রাশিয়া। আকাশপথে আক্রমণ তো চলছেই, সেইসঙ্গে পদাতিক সেনাও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

ইউক্রেনের খারকিভে রাশিয়ার সেনাদের উপহার দেন স্থানীয় বাসিন্দারা। রাশিয়ার ২ সেনাকে বান পাউরুটি খেতে দেন তাঁরা। উপহার হিসাবেই রাশিয়ান সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল খাবার।

এর আগেও এমন সৌজন্য অভুক্ত রাশিয়ার সেনার প্রতি দেখিয়েছিলেন ইউক্রেনের কয়েকজন বাসিন্দা। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল রাশিয়ার এক সেনা ইউক্রেনের বাসিন্দাদের দেওয়া খাবার পেয়ে কেঁদে ফেলেছেন। এবারও তেমন ভাবেই বান পাউরুটি তুলে দেওয়া হয় ঠিকই, তবে তার পিছনে ছিল অন্য উদ্দেশ্য।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি, রাশিয়ার ২ সেনা ওই বান পাউরুটি খাওয়ার পর মারা যান। কারণ তাতে বিষ মেশানো ছিল।


পাউরুটিতে বিষ মেশানোই নয়, তাদের দাবি, রাশিয়ার অন্য একটি সেনাদলকে ইউক্রেনের নাগরিকরা মদ্যপানের জন্য মদের বোতল উপহার দেন। কিন্তু সেই মদে মেশানো হয়েছিল বিষ। সেই বিষাক্ত মদ খাওয়ার পরই রাশিয়ার সেনাদের প্রবল জ্বর আসে। প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ইউক্রেনের বাসিন্দারা এমনভাবে রাশিয়ার সেনার বিরুদ্ধে তাঁদের লড়াই শুরু করেছেন বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত একের পর এক শহরে রাশিয়ার হানায় মৃত্যু হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষের।

যদিও কিয়েভ শহর দীর্ঘ চেষ্টার পরও এখনও দখলে নিতে পারেনি রাশিয়া। বরং চেরনোবিল থেকে রাশিয়ার সেনা সরে যেতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button