Entertainment

‘টাইগার’ বেঁচে আছেন, পড়েছেন বাল্মীকির রোষে!

তুষারে ঢাকা বিদেশের মাটিতে হিংস্র নেকড়ের সঙ্গে লড়াইয়ে জয়ের গর্জন শুনিয়েছেন টাইগার। কিন্তু ভারতের মাটিতে মুখ পুড়ল টাইগারের। সারা ভারতে সলমনপ্রেমীরা এখন ‘টাইগার’ জ্বরে কাবু। অথচ শুক্রবার মুক্তির দিনেই রাজস্থানের মহর্ষি বাল্মীকি সেনার প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল ‘টাইগার জিন্দা হ্যায়’-কে। ছবির পোস্টারে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রেক্ষাগৃহে ভাঙচুর চালানো হয়।

সম্প্রতি টেলিভিশনে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে গিয়েছিলেন সলমন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। সেখানে রাজস্থানের তফশিলি সম্প্রদায় ‘ভাঙ্গি’-দের নিয়ে সলমন ও শিল্পা আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর জেরে গত শুক্রবার সলমন ও শিল্পার নামে আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করে মহর্ষি বাল্মীকি সেনা। অবমাননাকর মন্তব্যের অভিযোগ জমা পড়েছে দিল্লি পুলিশ আর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও। সলমনকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে থাকে রাজস্থানের তফশিলি সংগঠন।

শনিবার থেকে রাজস্থানসহ গুজরাট, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় টাইগার বিরোধী শ্লোগান শোনা যায়। এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রোষের মুখে পড়েছিলেন ‘টাইগার’। সেই ফাঁড়া কাটিয়ে উঠতে না উঠতেই বিতর্কিত মন্তব্যের জেরে আবার বিপাকে পড়লেন সলমন। দোষী সাব্যস্ত হলে ভারতের জেলে ৫ বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে রুপোলী পর্দার এই ‘র’ এজেন্টকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *