World

বড়সড় সাফল্য, বিমানহানায় গুঁড়িয়ে গেল জঙ্গিদের গোপন ঘাঁটি

এগিয়ে আসছে শীতের দিন। তাই তার আগেই জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করতে চাইছে আফগান সেনা। তাই পরিকল্পনা করেই বাড়ানো হয়েছে আকাশপথে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে বিমানহানা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘পামির ২০৭’। আফগানিস্তানের বেশ কিছু এলাকা বছরের পর বছর দখলে রেখেছে তালিবানরা। সেসব এলাকা দখল মুক্ত করতে এবার উঠেপড়ে লেগেছে আফগান সেনা।

আফগান যুদ্ধবিমান এদিন ওয়ারদোজ, ইয়ামগন এবং করণ ওয়া মঞ্জান জেলার তালিবান ঘাঁটিগুলি লক্ষ্য করে বোমাবর্ষণ করে। যাতে সাকুল্য ৪৫ জন তালিবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগান প্রশাসন। অনেক তালিবান জঙ্গি আহত। এসব জেলা তালিবানদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এখানে আফগান আইনের চেয়ে তালিবান আইন বেশি চলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে এই অপারেশন চলতেই থাকবে, যতদিন না তালিবানরা দখল করা এলাকাগুলো ছেড়ে চলে না যায়। এদিনের অপারেশনে আফগান সেনার ২ সুরক্ষাকর্মী আহত হয়েছেন। এদিকে তালিবান জঙ্গিদের ওপর এতবড় আক্রমণের পর যখন সরকার অনেকটাই খুশি, তখন কিন্তু ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তালিবান। তাদের দিক থেকে এ নিয়ে একটাও শব্দ খরচ করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *