World

অসহ্য ঠান্ডা কেড়ে নিল ১৭০টি প্রাণ

ঠান্ডা যে কি ভয়ংকর হতে পারে তার প্রমাণ মিলল। অসহ্য ঠান্ডা কেড়ে নিল ১৭০টি প্রাণ। যে তালিকায় মহিলা ও শিশুরাও রয়েছে।

কনকনে ঠান্ডা, লাগাতার তুষারপাত, সপ্তাহের পর সপ্তাহ ধরে একই পরিস্থিতি বজায় থাকা, জনজীবন স্তব্ধ হয়ে পড়া। সবই চলছে একটানা। যা মাত্র ৩ সপ্তাহে সরকারি হিসাবে কেড়ে নিয়েছে ১৭০টি প্রাণ।

এই চিত্র কার্যত গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এভাবে ঠান্ডায় মৃত্যুর মিছিল চলছে দেশজুড়ে। দেশের ৩৪টি রাজ্যের মধ্যে ২৪টি রাজ্যেই চলছে একটানা তুষারপাত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অসহ্য ঠান্ডায় জীবন কার্যত থমকে গিয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর সবই বরফে ঢাকা পড়ে গেছে। ১৫০টি বাড়ি তুষারপাতের জেরে নষ্ট হয়ে গেছে।

৩০ জনের বেশি মহিলা ও শিশু ঠান্ডায় মরণাপন্ন অবস্থায় পৌঁছে গিয়েছেন। গোটা দেশটা ঠান্ডায় কাঁপছে। দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে ঠান্ডায় ৮০ হাজার গবাদিপশুর প্রাণ গিয়েছে। যারমধ্যে গরু, ছাগল, ভেড়া সবই রয়েছে।

আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি বড় একটা সুবিধের জায়গায় নেই। দারিদ্র রয়েছে। ফলে দেশের সিংহভাগ মানুষই শরীরকে গরম রাখার জন্য কুড়িয়ে আনা কাঠ, কয়লা বা গ্যাসের আগুনের ওপর নির্ভর করেন।

এভাবে একটি বদ্ধ ঘরকে গরম রাখার জন্য আগুন জ্বালানোয় ধোঁয়া তৈরি হয়ে অনেকের মৃত্যু হয় সেখানে। বন্ধ ঘরে গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মানুষের মৃত্যু হয়।

সে অর্থে রুম হিটারের বন্দোবস্ত আফগানিস্তানে নেই। চরম ঠান্ডা ও দারিদ্রের জোড়া ফলায় বিদ্ধ হতে হচ্ছে আফগানিস্তানকে। মৃত্যুর খবর আসছে দেশের নানা প্রান্ত থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *