World

জোড়া বিমান দুর্ঘটনা, কতজন মৃত? এখনও পরিস্কার নয়

কয়েক ঘণ্টা আগেই একটা ছোট বিমান আছড়ে পড়ে সুইস আল্পসের বরফ ঢাকা পাহাড়ের তলদেশ জুড়ে বিশাল অরণ্যে। একই পরিবারের ৪ সদস্যকে নিয়ে ওড়া বিমানটির সকলেরই মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটার আগেই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর প্রায় একই জায়গায় ফের বিমান দুর্ঘটনা। এবার বিমানটি গত বিমানটির চেয়ে আয়তনে বড়। যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। তবে প্রমাণ সাইজের বিমান নয়। সে তুলনায় অনেকটাই ছোট।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে গত শনিবার প্রথম বিমানটি জঙ্গলে ভেঙে পড়ার কিছু পরেই দ্বিতীয় বিমানটি সুইস আল্পসের ওপর আছড়ে পড়ে। বিমানে যতজন ছিলেন সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর। তবে ঠিক কতজন বিমানটিতে ছিলেন তা এখনও পরিস্কার নয়। প্রাথমিকভাবে যা জানানো হয়েছে তাতে বিমানে ২ পাইলট ছাড়াও ১৭ জন যাত্রী ছিলেন। তাঁদের কারও আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে প্রশাসন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *