National

রাজীব কুমারের গ্রেফতারির ওপর রক্ষাকবচ তুলে নিল সুপ্রিম কোর্ট

মহা ফাঁফরে কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সিবিআই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সুপ্রিম কোর্টে আগেই আবেদন করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারলেও সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবেনা। সেই রক্ষাকবচটি শুক্রবার তুলে নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশের পর রাজীব কুমারকে গ্রেফতারির বাধা অনেকটাই কেটে গেল। তবে সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে রাজীব কুমার চাইলে এক সপ্তাহের মধ্যে কোনও আদালতে আগাম জামিনের আবেদন করতেই পারেন।

চিট ফান্ড কাণ্ডে রাজীব কুমারকে গ্রেফতার করে হেফাজতে চাইছে সিবিআই। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে সেই রাস্তা অনেকটাই পরিস্কার হল। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ তিনি চিটফান্ড কাণ্ডের তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান থাকাকালীন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার চিটফান্ড যোগের নথি নষ্ট করে দেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে রাজীব কুমারের হয়ে সওয়ালে ইন্দিরা জয়সিং বলেন, রাজীব কুমারের কেরিয়ার দাগমুক্ত। তাঁর বিরুদ্ধে কখনও কোনও বিভাগীয় তদন্ত হয়নি। ২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কৃতও হন। রাজীব কুমারের বিরুদ্ধে সব অভিযোগ সাজানো বলেও দাবি করেন ইন্দিরা জয়সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *