দেশে ২৯টি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে। যারমধ্যে ১১টা কোনও টাকাই পায়নি। অথচ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ তিন বছরে ৬৬ কোটি টাকা পেয়েছে। এমনকি কোন রাজ্যকে কত টাকা দেওয়া হল তার কোনও হিসাব পর্যন্ত রাখা হয়নি। এ তো মনে হচ্ছে ক্রিকেটের নামে আসলে টাকা পাচার চলছে। এদিন কার্যত এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিসিসিআই পারস্পরিক লাভজনক সমাজ তৈরি করেছে বলেও সমালোচনা করে শীর্ষ আদালত। তবে কী বিসিসিআই মুখ দেখে স্টেট অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ মঞ্জুর করে? প্রশ্ন তুলেছে আদালত। ২০১৩-র আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি নিয়ে জাস্টিস লোধা প্যানেলের সুপারিশকে সামনে রেখে একটি মামলায় এদিন বিসিসিআইকে আপাদমস্তক সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার হতে হয়েছে। বিসিসিআই আইনজীবীকে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, তাঁরা যেন জাস্টিস লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে প্রশ্ন না তোলেন। লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে তাদের বক্তব্য জানানোর জন্য বিসিসিআইকে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
Read Next
September 16, 2025
ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে কোন সংস্থার নাম, জল্পনায় জল ঢালল বিসিসিআই
September 15, 2025
পাকিস্তানকে মাঠেও টিকতে দিল না ভারত, সূর্যের ছেলেদের হাতে লজ্জার হার পাকিস্তানের
August 24, 2025
একদম নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, পেলেন এই দলের হেড কোচের দায়িত্ব
August 20, 2025
ফের মহাসংগ্রাম, মুখোমুখি ২ বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ও কাসপারভ, কবে কোথায় হবে খেলা
Related Articles
Leave a Reply