National

এবছর পুরীর রথযাত্রা হচ্ছে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পুরীর রথযাত্রা স্থগিত করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, করোনা অতিমারির মধ্যে রথযাত্রা হলে প্রভু জগন্নাথই ক্ষমা করবেননা।

নয়াদিল্লি : পুরীতে রথযাত্রা হবে কিনা তা নিয়ে চাপানউতোর চলছিলই। পুরীর মন্দির পরিচালন সমিতি বৈঠকে স্থির করে দরকারে কোনও ভক্ত সমাগম ছাড়া কেবল পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের সেবায়েতদের নিয়ে রথযাত্রাটা হবে। শ্রীজগন্নাথ মন্দির থেকে রথ যেমন মাসির বাড়ি যায় তেমনই হবে। পালন হবে যাবতীয় নিয়ম। কিন্তু ভক্তের ভিড় থাকবেনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওড়িশা সরকারের হাতেই ছেড়েছিল মন্দির কমিটি। এদিকে পুরীর রথযাত্রা হবে কিনা সে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে-র নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এদিন রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে।

ওড়িশা বিকাশ পরিষদ নামে একটি এনজিও সুপ্রিম কোর্টের কাছে জানায়, রথযাত্রা হলে যদি ভক্তের ভিড় কোনও কারণে হয়ে যায় তাহলে সেখানে সামাজিক দূরত্ব থাকবেনা। তাই অবিলম্বে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রথযাত্রা এবারের মত স্থগিত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, এই পরিস্থিতিতে রথযাত্রায় অনুমতি দেওয়া যায় না। এই অনুমতি দিলে স্বয়ং প্রভু জগন্নাথ কাউকে ক্ষমা করবেননা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আগামী ২৩ জুন রথযাত্রা। ওইদিনই পুরীর রথযাত্রা চিরাচরিতভাবে হয়ে আসছে। এবার এমনও স্থির হয়েছিল যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যাবে হাতি। তবে সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারির পর এবছর পুরীর রথযাত্রা হচ্ছেনা। ফলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ টেনে নিয়ে যাওয়ার সেই চিরাচরিত দৃশ্য এবার দেখা যাবেনা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে কোনও অনুষ্ঠানও হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *