এদিন চাঁদের অন্য রূপ দেখবেন সবাই, কখন কীভাবে দেখবেন এই বিরল দৃশ্য
এ এক বিরলতম দৃশ্য। ৩০ ও ৩১ অগাস্ট রাতের আকাশে চাঁদের অন্য রূপ দেখবেন বিশ্ববাসী। কীভাবে দেখবেন, কখন দেখবেন সেই দৃশ্য।

ইংরাজিতে একটা প্রবাদ আছে। ওয়ান্স ইন এ ব্লু মুন। সেই ওয়ান্স ইন এ ব্লু মুন দিনটি এবার দোরগোড়ায়। বুধবার রাখি পূর্ণিমার সন্ধেয় নীল চাঁদ উঠতে চলেছে আকাশে। যা একদিন পরও নজর কাড়বে। আকাশ পরিস্কার থাকলে এই নীল চাঁদ দেখার সৌভাগ্য হতে পারে।
তবে এদিন শুধু নীল চাঁদই দেখা যাবেনা। সেখানেই দিনটার আলাদা গুরুত্ব। আর এদিনের চাঁদ অতিবিরল চাঁদ। কারণ এদিন সুপার ব্লু মুন দেখা যেতে চলেছে। কি এই সুপার ব্লু মুন? একটু পরিস্কার করে বোঝার চেষ্টা করা যাক।
প্রথমে ব্লু মুন বা নীল চাঁদ বিষয়টি স্পষ্ট করে নেওয়া যাক। ব্লু মুন হল সেই পূর্ণিমার চাঁদ যে পূর্ণিমা একটি মাসে ২ বার আসে। সাধারণভাবে পূর্ণিমা মাসে একবারই হয়ে থাকে। যে মাসে ২ বার পূর্ণিমা হয় সেই মাসের দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে ব্লু মুন বা নীল চাঁদ বলা হয়।
তবে এটা বলে রাখা ভাল যে নামেই এটি নীল চাঁদ। চাঁদকে এদিন মোটেও নীল দেখায় না। অগাস্টের ১ তারিখ ছিল পূর্ণিমা। আবার এই ৩০ অগাস্টও পূর্ণিমা। বিশেষ তিথিও বটে। এদিন রাখি পূর্ণিমা। ফলে এদিন ব্লু মুনও। আবার এদিন সুপার ব্লু মুন।
এই চাঁদের আগে সুপার কথাটা প্রযোজ্য হয় যখন চাঁদ পৃথিবীর খুব কাছে এসে পড়ে। পৃথিবী থেকে খুব কম দূরত্বে অবস্থান করা চাঁদকে পূর্ণিমার দিন সুপার মুন বলে ডাকা হয়। সেটাও আবার এই ৩০ অগাস্টে পড়েছে।
কারণ এখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছে। পৃথিবী থেকে এখন চাঁদের দূরত্ব কমে হয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ২৪৪ কিলোমিটার। তাই এই দিনটা আবার সুপার মুনও।
একই দিনে সুপার মুন আর ব্লু মুন পড়ায় এই দিনটাকে বলা হচ্ছে সুপার ব্লু মুন। যা ফের দেখা যাবে ১৪ বছর পর ২০৩৭ সালে। তার আগে আকাশ পরিস্কার থাকলে চাঁদের দিকে নজর দিলে এদিন চাঁদকে যেমন উজ্জ্বল দেখাবে, তেমনই অনেকটা বড় দেখাবে।
এটাই এই দিনের বিরল চাঁদ দর্শন। যা দেখার জন্য বিশ্বের সব প্রান্ত তৈরি। সন্ধে থেকেই চাঁদ দেখা গেলেও ভারত থেকে সবচেয়ে ভাল এই দৃশ্য দেখা যাবে ভোর সাড়ে ৪টে নাগাদ। এই সুপার ব্লু মুনের উজ্জ্বল ও বড় চাঁদকে ৩১ অগাস্টও দেখা যাবে।