National

অল্পের জন্য রক্ষা পেলেন সানি দেওল

অমৃতসর-গুরদাসপুর জাতীয় সড়ক। সেই রাস্তা ধরেই ছুটছিল গাড়িটা। সঙ্গে ছিল আরও ৩টি গাড়ি। ৪টি গাড়িই এসইউভি। তারই একটিতে ছিলেন পঞ্জাবের গুরদাসপুর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া সানি দেওল। আচমকাই এক বিকট শব্দে ফেটে যায় সানি দেওলের গাড়ির একটি চাকা। জাতীয় সড়ক ধরে ছুটে চলছিল ৪টি গাড়ির কনভয়। এভাবে একটি গাড়ির চাকা ফাটার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পিছনে পিছনে থাকা গাড়িগুলি একে ওপরের ঘাড়ে গিয়ে পড়ে। অল্পের জন্য রক্ষা পান সানি দেওল।

৪টি গাড়ি একে অপরকে ধাক্কা মারার ফলে একটা বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু অন্য গাড়ির চালকরা তৎপর হওয়ায় তেমন বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ৬২ বছরের অভিনেতা তথা রাজনীতিবিদ সানি দেওলের গাড়ির চাকাই ফাটে। তাঁকে দ্রুত গাড়ি থেকে বার করে অন্য গাড়িতে সেখান থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একটি জনসভা করতে যাচ্ছিলেন সানি। সামনের রবিবার তাঁর কেন্দ্রে ভোট। ফলে হাতে মাত্র কটা দিন। সোমবার তাই সকালেই বেরিয়ে পড়েন ধর্মেন্দ্রপুত্র। তাঁর বিপরীতে কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। যাঁর পিতা বলরাম জাখর ছিলেন কংগ্রেসের প্রথমসারির নেতা। গুরদাসপুর কেন্দ্র থেকেই আবার প্রার্থী হতেন প্রয়াত বলিউড তারকা বিনোদ খান্না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *