Health

ভারতে কবে আসছে তৃতীয় ঢেউ, কবে সংক্রমণ চূড়ায় উঠবে, জানাল রিপোর্ট

ভারতে কবে আসবে করোনার তৃতীয় ঢেউ তা জানতে মুখিয়ে আছেন সকলেই। সে সম্বন্ধে এবার একটা ধারণা দেওয়ার চেষ্টা করল একটি রিপোর্ট।

ভারতে এখনও করোনার দ্বিতীয় ঢেউ পুরোপুরি স্তিমিত হয়নি। যদিও তার আগেই তৃতীয় ঢেউ নিয়ে চর্চা তুঙ্গে। এমনকি অনেক রাজ্যে তৃতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দ্বিতীয় ঢেউয়ের ভয়ংকরতা থেকে শিক্ষা নিয়েই আগেভাগে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলি। কিন্তু এ দেশে তৃতীয় ঢেউ কবে আসবে? এ প্রশ্ন সকলের।

তৃতীয় ঢেউ নিয়ে নানা অভিমত সামনে আসছে। এরমধ্যেই একটি রিপোর্ট সামনে এল। যেখানে কবে এ দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে আর কবে সংক্রমণ চূড়ান্ত আকার নেবে তার ইঙ্গিত দেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগেও করোনা নিয়ে পূর্বাভাস দিয়েছে। ফের তৃতীয় ঢেউ নিয়ে তারা যে রিপোর্ট পেশ করেছে তাতে দাবি করা হয়েছে দ্বিতীয় ঢেউ জুলাই মাসের মাঝামাঝি সময় কমে দৈনিক সংক্রমণ ১০ হাজারে নেমে আসবে।

কিন্তু সেই কমতে থাকা প্রবণতা ফের অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বাড়তে শুরু করবে। সেই সময়ই দেশে আছড়ে পড়বে তৃতীয় ঢেউ।

যা দৈনিক সংক্রমণকে বাড়াতে বাড়াতে সেপ্টেম্বরে চূড়ান্ত আকার নেবে। সেপ্টেম্বরে তা চূড়া স্পর্শ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এসবিআই-এর রিপোর্ট যদি সত্যি হয় তাহলে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আর খুব বেশি দেরি নেই। আর তা যদি হয় তাহলে সব রাজ্যকেই এবার প্রস্তুতি আরও দ্রুত সম্পূর্ণ করতে হবে। সেইসঙ্গে টিকাকরণেও গতি বাড়াতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button