Entertainment

এবার সিঙ্গাপুরে শ্রীদেবী

১৯৮৭ সালে প্রয়াত বলিউড সুন্দরী শ্রীদেবী অভিনীত মিস্টার ইন্ডিয়া মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরই তা সুপারহিট হয়। নায়িকা শ্রীদেবীর ওই সিনেমায় একটি গান ছিল হাওয়া হাওয়াই। গানটি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। সেইসঙ্গে গানে শ্রীদেবীর লুকও সকলের চোখ আটকে দেয়। সেই লুকেই এবার সিঙ্গাপুরের মাদাম তুসোয় জায়গা পেল শ্রীদেবীর মোমের পুতুল। মাদাম তুসো মানেই নিখুঁত কাজ। যা দেখে দূর থেকে বোঝার উপায় নেই আসল না নকল।

পারদর্শীদের হাতে তৈরি শ্রীদেবীর সেই মোমের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তাঁর স্বামী ও মেয়েরা। সিঙ্গাপুরের মাদাম তুসোয় হাজির ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তাঁর ২ মেয়ে জাহ্নবী ও খুশি। এই মোমের পুতুলের আবরণ উন্মোচনের পর তাঁর স্বামী বনি কাপুর স্ত্রীর সম্বন্ধে কিছু কথা বলেন। সেই সামান্য কথা বলতে গিয়েই এক সময় ভেঙে পড়েন তিনি।

আশির দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী বলতে গেলে প্রথমেই মনে আসে শ্রীদেবীর নাম। প্রযোজক বনি কাপুরের সঙ্গে তাঁর বিবাহিত জীবন ছিল ২০ বছরের। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে ছিলেন শ্রীদেবী। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠানে যোগ দেওয়া শ্রীদেবী দুবাইয়ের হোটেলের বাথটবে ডুবে যান। মৃত্যু হয় তাঁর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button