Entertainment

শ্রী বিহীন বলিউডে রংহীন হোলি

বলিউডের হোলি দেশ বিখ্যাত। এখানে বিভিন্ন স্বনামধন্য বলিউড তারকার পরিবারে হোলি উদযাপন খবরের শিরোনামে জায়গা করে নেয়। সকলে মুখিয়ে থাকেন সেই ছবি দেখার জন্য। তারকাদের হোলি দেখার জন্য। সেই বলিউড এবার রংহীন। শাবানা আজমি আগেই বাতিল করেছিলেন তাঁর বাড়িতে রঙয়ের উৎসব। পরে অনেক তারকাই সেই রাস্তায় হাঁটলেন। কারণটা সকলেরই অনুমেয়।

শ্রীদেবীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। সেই আবহে কী হোলির মত আনন্দ উৎসবে সামিল হওয়া যায়? তাই এবার পার্টির ঘোষণা, অতিথিদের আমন্ত্রণ সব হয়ে যাওয়ার পরও সেই হোলি পার্টি বাতিল করেছেন অনেকে। শ্রীদেবীহীন বলিউডে তাই এদিন সেভাবে পালিত হলনা হোলি। রংহীন হয়ে রইল তারকাদের এবারের হোলিটা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button