
আই লিগের আটটি ম্যাচ থেকে নির্বাসিত করা হল মোহন কোচ সঞ্জয় সেনকে। ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ-এর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক ডেকে বিষোদ্গার করায় তাকে আগেই শোকজ করেছিল এআইএফএফ। শোকজের জবাবও তিনি দিয়েছিলেন। তারপরই এদিন বৈঠকে বসে এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কমিটি। সেখানে মোহন কোচের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
আইলিগের ম্যাচের ফাঁকে চিনে খেলতে যাওয়ার জন্য এআইএফএফ-এর কাছে মোহনবাগানের একটি ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন সঞ্জয়। কিন্তু সেই আর্জিতে কর্ণপাত করেনি এআইএফএফ। এরপরই তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য পেশ শুরু করেন ক্ষুব্ধ মোহন কোচ।
এদিকে আট ম্যাচ নির্বাসিত হওয়াই শুধু নয়, আগামী মরসুমে সঞ্জয় সেন যদি কোনও দলের প্রশিক্ষক হিসাবে যোগ দেন তবে সেই দলের দুটি ম্যাচ থেকেও নির্বাসিত থাকতে হবে তাঁকে। সেই সঙ্গে সঞ্জয়কে ১০লক্ষ টাকা জরিমানাও করেছে ফেডারেশন।