National

‘যত কম কথা বলা যায় ততই ভাল’


তিনি যত কম কথা বলেন ততই ভাল। কারণ তিনি যা বলেন তারই অপব্যাখ্যা হয়। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফার অনুষ্ঠানে যোগ দিতে স্পেনের মাদ্রিদে রয়েছেন সলমন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠেই তিনি বলেন তিনি যত কম কথা বলেন ততই মঙ্গল। রসিকতা না ক্ষোভ! কেউ মনে করছেন রসিকতা, কারও ব্যাখ্যা এটা সল্লু মিঞার ক্ষোভের বহিঃপ্রকাশ। সুলতান সিনেমায় শ্যুটিংয়ের চাপের ব্যাখ্যা করতে গিয়ে সলমন বলেন, শ্যুটিং শেষে বার হওয়ার সময় তাঁর নিজেকে ধর্ষিতা নারীর মত মনে হত। এ নিয়ে আপাতত তোলপাড় গোটা দেশ। সলমনের কাছে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। বিভিন্ন মহল থেকে এজন্য সলমনকে ক্ষমা চাইতে হবে বলে দাবিও উঠেছে। কিন্তু ঘটানর পর থেকই চুপ দাবাং খান। তাঁর হয়ে ক্ষমা চেয়েছেন তাঁর বাবা সেলিম খান। কিন্তু সকলেই অপেক্ষা করছেন সলমনের প্রতিক্রিয়া শুনতে।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *