Kolkata
বদলি ৬১ জন পুলিশ আধিকারিক

ফের পুলিশে বদলি। নজিরবিহীনভাবে শুক্রবার ৬১ জন পুলিশ আধিকারিককে বদলি করে নবান্ন। কলকাতা পুলিশ থেকে তাঁদের রাজ্য পুলিশে বদলি করা হয়েছে। ৬১ জনের মধ্যে ২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারও আছেন। তালিকায় নাম রয়েছে ১২ জন ইন্সপেক্টরও। পুলিশে রদবদল নতুন নয়। কিন্তু একসঙ্গে ৬১ জন আধিকারিককে রাতারাতি বদলির নির্দেশ অবশ্যই নজিরবিহীন। সূত্রের খবর, এঁদের অধিকাংশকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। নির্বাচনের পর থেকেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে বদলির খাঁড়া নেমে এসেছিল। তাই এখানেই শেষ, নাকি আরও বদলি অপেক্ষা করছে তা নিয়ে পুলিশে অন্দরে জল্পনা তুঙ্গে উঠেছে।