Entertainment

সলমন খানকে বিপাকে ফেলল ‘বিয়িং হিউম্যান’

শাহরুখ খানের আলিবাগের বাংলো নিয়ে বিপাকে পড়ার কথা এখন সবারই জানা। ‘করণ’-এর পর এবারে বড়সড় বিপাকের মুখে পড়লেন ‘অর্জুন’। ফুটপাথে ঘুমন্ত ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে অনিচ্ছাকৃত খুনের মামলায় অব্যাহতি পেয়েছেন অনেকদিন আগেই। বি-টাউনের বদরাগী ‘ব্যাড বয়’ ইমেজের কলঙ্কও এখন অতীত। সাধারণ দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এখন অনেকরকম কাজ করে চলেছে তাঁর এনজিও ‘বিয়িং হিউম্যান’। বহুমুখী সমাজসেবামূলক প্রকল্পের জন্য নিজের পারিশ্রমিক পর্যন্ত এখন বিলিয়ে দেন ‘গুড বয়’ সলমন খান। ছবির প্রচারের সাথে সাথে জোরকদমে তিনি চালিয়ে যাচ্ছেন ‘বিয়িং হিউম্যান’-এর প্রচারও। সেই ‘বিয়িং হিউম্যান’-ই বিপাকে ফেলে দিল সল্লু মিঞাকে। অভিযোগ, বছর ঘুরে গেছে। অথচ প্রতিশ্রুতিমত মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ডায়ালিসিস কেন্দ্রে দেওয়া হয়নি ২৪টি উন্নতমানের ডায়ালিসিস যন্ত্র। এমনকি ওই ডায়ালিসিস কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও কর্মচারি নিয়োগের বিষয়টিও পড়ে আছে বিশ বাঁও জলে।

পলি হিলের সেন্ট জন’স রোডে অ্যালায়েড কো-অপারেটিভ সংস্থার আধুনিকীকরণের দায়িত্ব ১ বছর আগে নেয় বিয়িং হিউম্যান। ব্যাঙ্ক গ্যারান্টি ও অন্যান্য আইন মেনেই প্রকল্প সম্পন্ন করার কথা ছিল সলমনের এনজিওটির। কিন্তু মুখের কথাকে কাজে পরিণত করায় কোনও হেলদোল দেখা যায়নি গত ১ বছর ধরে। এই অভিযোগে মুম্বই পুরসভা সলমন ও তাঁর সাধের বিয়িং হিউম্যান-কে পাঠিয়েছে শো কজ নোটিস। নোটিসে সলমনের এনজিও-কে আগামী দিনে ব্ল্যাক লিস্টেড করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। মুম্বই পুরসভার নোটিসের কি জবাব দেন সলমন ও তাঁর সংস্থা, এখন সেদিকেই চেয়ে সকলে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button