Sports

২০৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, জেতার জন্য ভারতের লক্ষ্য ২০৫ রান

ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটস্থ করেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় গড়েছে ইতিহাস। এদিন তাই সিরিজের ষষ্ঠ তথা শেষ ওয়ান ডে-তে মুখরক্ষার লড়াইয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আর আত্মবিশ্বাসে টইটম্বুর ভারতের সামনে আরও বড় ব্যবধানে সিরিজ জয়ের হাতছানি। সেঞ্চুরিয়নের মাঠে এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই ব্যর্থ হন হাসিম আমলা (১০)। তবে এদিন ব্যর্থতা তাড়া করেছে প্রায় গোটা দক্ষিণ আফ্রিকা দলটাকেই। কিছুটা হলেও ব্যতিক্রমী জোন্ডো (৫৪)। এছাড়া মার্করাম (২৪), ডেভিলিয়ার্স (৩০) কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন। বাকি কিছুটা রান তোলেন ক্ল্যাসেন (২২) ও মর্কেল (২০)। বরং শেষের দিকে ভাল ব্যাট করেন ফেলুখাও (৩৪)। তবে পুরো ওভার খেলার সুযোগ হয়নি দক্ষিণ আফ্রিকার। ৪৬.৫ ওভারেই সব উইকেট পড়ে যায় তাদের। ২০৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এদিন ভারতীয় বোলিং আক্রমণ ও ফিল্ডিং ছিল চোখে পড়ার মতন। তবে তারমধ্যেও ঝলমল করেছে ভারতের শার্দূল ঠাকুরের বোলিং। তাঁর বলের বৈচিত্র্যে প্রোটিয়াদের ব্যাট শুরু থেকেই নড়বড় করেছে। ৪ উইকেট তুলে নেন তিনিই। ২০৫ রান করলেই সিরিজ ৫-১-এ জিতে যাবে ভারত। টার্গেটও বড় কিছু নয়। তাই এদিন ভারতের জেতার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দেশের ক্রিকেট মহল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *