Sports

কমনওয়েলথ থেকে সোনা জিতে ফিরে বারাণসীতে আক্রান্ত পুনম যাদব

কমনওয়েলথ গেমস থেকে সবে ভারতের হয়ে সোনা এনেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা পুনম যাদব। মহিলা ভারোত্তোলনের ৬৯ কেজি বিভাগে সোনা জেতা সেই পুনম যাদবকেই আক্রান্ত হতে হল বারাণসীতে। কোনওক্রমে পুলিশ তাঁকে ঘিরে সরিয়ে নিয়ে যায়।

পুলিশ জানাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে সোনা জিতে ফেরার পর গত শনিবার সোনার মেয়ে পুনম গিয়েছিলেন বারণসীতে এক আত্মীয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। সঙ্গে তাঁর বাবাও ছিলেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে যাঁর বাড়িতে নিমন্ত্রণ তাঁর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল স্থানীয় এক গ্রাম প্রধানের। অভিযোগ শনিবার পুনম যাদবের আত্মীয়ের বাড়িতে লোকজন দেখে আচমকা ইট, পাথর নিয়ে হামলা চালায় ওই গ্রাম প্রধানের দলবল। দুপক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। চলতে থাকে দেদার পাথরবৃষ্টি।

এই অবস্থায় পুনম যাদবদের বাবা ও দাদাদের সঙ্গেও অন্যপক্ষের হাতাহাতি শুরু হয়। অবস্থা সামলাতে গিয়ে আক্রান্ত হন পুনমও। যদিও দ্রুত সেখানে পুলিশ গিয়ে পুনম যাদবকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যারা পুনম যাদবের ওপর আক্রমণের সঙ্গে জড়িত তাদের অবশ্যই গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *