National

দেশে এই প্রথম কোনও বিমানবন্দর যাত্রীদের এত বড় সুবিধার ব্যবস্থা করল

দেশে এই প্রথম এমনটা হল। যা যাত্রীদের কাছে অবশ্যই এক বড় প্রাপ্তি। সে দেশের নাগরিক হোন বা বিদেশি যাত্রী, সকলের জন্যই এ এক সুবর্ণ সুযোগ।

দেশে ছড়িয়ে রয়েছে বিমানবন্দর। এখন তো ভারতজুড়েই নানা শহরে নতুন করে বিমানবন্দর গড়ে তোলা হচ্ছে। বিমান যোগাযোগ দেশে বাড়াতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এরমধ্যেই এক দারুণ সুবিধার বন্দোবস্ত হল বারাণসী বিমানবন্দরে। বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল যাত্রীদের জন্য এক বড় সুবিধা। যা ভারতের কোনও বিমানবন্দরে এই প্রথম চালু হল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বারাণসী বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের সময় কাটানোর জন্য সেখানে বই পড়ার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। যেখানে বারাণসীকে চিনতে জানতে নানা বই তো থাকছেই, সেইসঙ্গে থাকছে নানা সাহিত্য, প্রবন্ধ। বিভিন্ন ভাষায় থাকছে বই।

এমনকি ভারতীয় ভাষা নয় এমন সব ভাষাতেও বই রাখা থাকছে সেলফে। বিদেশি যাত্রীরা যাতে তাঁদের পরিচিত ভাষার বই পান, সেগুলি পড়তে পারেন সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।

ন্যাশনাল বুক ট্রাস্টের সঙ্গে যৌথ উদ্যোগে বারাণসী বিমানবন্দরে এই বই পড়ার আলাদা ব্যবস্থা করা হয়েছে যাত্রী সুবিধার্থে। বিমানবন্দরের মূল লবির গেটের কাছেই এই বই পড়ার আলাদা জায়গা তৈরি করা হয়েছে। যার যাবতীয় দেখভালের দায়িত্বে রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট।

Varanasi
ফাইল : বারাণসী

বারাণসী বিশ্বের এক অন্যতম প্রাচীন শহর। ফলে কাশী সম্বন্ধে জানার প্রচুর তথ্য রয়েছে। পুরাকাল থেকে এখনও পর্যন্ত কাশীর নানা তথ্য কাহিনি সম্বলিত প্রচুর বই এই বইয়ের জগতে স্থান পেয়েছে। যা যাত্রীদের বারাণসী বা কাশী সম্বন্ধে জানার ইচ্ছাকে পূরণ করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *