National

গঙ্গা পারের প্রাচীন শহরে এবার তৈরি হল চাকার ওপর রেস্তোরাঁ

এ শহর গঙ্গার পারে। প্রাচীনত্বের নিরিখে তা এক ইতিহাস। সেখানেই এবার একটি রেস্তোরাঁর জন্ম হল। যার বিশেষত্ব সকলকে অবাক করে দিয়েছে।

সারি সারি চাকা। তারওপর তৈরি হল রেস্তোরাঁ। চাকা আবার দাঁড়িয়ে আছে লাইনের ওপর। ভিতরে ঢুকলে এক ঝকঝকে রেস্তোরাঁ। যেখানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসাবে পাবেন বিনামূল্যে ওয়াইফাই। এছাড়া রয়েছে ভিডিও প্যানেল। যেখানে ওই শহরের দ্রষ্টব্য স্থান ও ইতিবৃত্ত গ্রাহকদের নিরন্তর তথ্য যুগিয়ে চলেছে।

এমন এক উদ্যোগের জন্য একটি রেলস্টেশনের দরকার ছিল। কারণ রেললাইনের ওপর রেলের চাকার ওপর দাঁড়িয়ে থাকা একটি কামরা দরকার ছিল রেস্তোরাঁটি বানানোর জন্য।


এজন্য যে লাইনে ট্রেন চলাচল করে এমন লাইন হলে হবে না। তাই একটি অপ্রয়োজনীয় রেলের কামরা ও রেললাইন বেছে নেয় স্টেশন কর্তৃপক্ষ। সেখানে তৈরি হয় এই ঝকঝকে ও অভিনব রেস্তোরাঁ।

ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসী। গঙ্গা পারের এই শহর বিখ্যাত তার মন্দিরের জন্য। এ শহরের উন্নয়নে এখন যথেষ্ট জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার।


বারাণসী রেলস্টেশনকে ক্রমশ উন্নত করে তোলার কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে বারাণসী রেলস্টেশনে এই অভিনব চাকার ওপর রেস্তোরাঁ তৈরি হল। যা যাত্রীদের ভাল খাবারের পাশাপাশি একটা অন্যরকম অনুভূতি দেবে।

এটা অবশ্যই যাত্রীদের জন্য উপরি পাওনা। কারণ রেলস্টেশনে খাবার জায়গা অনেক থাকে। কিন্তু রেলস্টেশনে রেলের কামরাকে রেস্তোরাঁ রূপে পাওয়াটা একদম অন্য রকম এক অভিজ্ঞতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button