Durga Pujo

কাশী বোস লেনে এবার ছাদ ও বারান্দা

একটা ঐতিহ্য আছে কাশী বোস লেনের পুজোর। স্বাধীনতা সংগ্রামী একদল যুবকের চেষ্টায় শুরু হয় এই পুজো। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেবল ২ বছর বন্ধ ছিল এই পুজো। তারপর থেকে এখনও নিরবচ্ছিন্নভাবে চলে আসছে পুজোর আয়োজন। বিধান সরণীর ওপর ক্ষুদিরাম কলেজের উল্টোদিকের রাস্তায় ঢুকলেই কাশী বোস লেন। মধ্যবিত্ত পাড়া। পাড়ার মাঝে একটি ছোট মাঠ। এই মাঠেই হয় কাশী বোস লেনের মণ্ডপ। যা ইদানিংকালে সকলের অবশ্য গন্তব্য হয়ে দাঁড়িয়েছে।

গত দেড় দশকে বেড়েছে এই পুজোর কদর। এবারও একটা অভিনব ভাবনায় সেজে উঠছে এই পুজো মণ্ডপ। বিভিন্ন রকমের ছাদ ও বারান্দা দেখা যাবে এই মণ্ডপে। এবার তাঁদের ভাবনা ‘আমার অলিন্দে’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা বানাচ্ছেন সনাতন দিন্দা। থিম ভাবনায় আছেন প্রদীপ দাস। সামঞ্জস্য রেখে থাকছে থিম সং।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Pujo Prastuti 2018

এবারে কাশী বোস লেনের পুজোর বাজেট আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। দিন দিন আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে পুরনো বারান্দা। ছাদের মজা। তাই ছাদ ও বারান্দাকেই এবারের থিম বানানো হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *