National

পাইলটকে প্রিয়াঙ্কার ফোন, দরজা খোলা জানাল কংগ্রেস

ফোন ধরা বন্ধ করেছেন রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট। এদিকে কংগ্রেসর তরফে বার্তা দেওয়া হয়েছে সমস্যা সমাধানের জন্য দলের দরজা খোলা।

নয়াদিল্লি : মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগ ও তার জেরে মধ্যপ্রদেশ কংগ্রেসের হাত ছাড়া হয়েছে কিছুদিন হল। তারপরই রাজস্থানে প্রায় একই রকম বিদ্রোহে সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস নেতৃত্ব। রাজস্থানের বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত ও উপমুখ্যমন্ত্রী নব্য প্রজন্মের শচীন পাইলটের মধ্যে চোরা মনমালিন্য এবার একদম সামনে এসে পড়েছে। ফলে শচীন হয়েছেন বিদ্রোহী। ইতিমধ্যেই তাঁর পাশে ১২ জন বিধায়ক রয়েছেন বলে দাবি করেছেন তিনি। শচীন পাইলট যদি এবার জ্যোতিরাদিত্যের মতই দলত্যাগ করে বিজেপিতে নাম লেখান তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে তাহলে রাজস্থানে কংগ্রেসের পতন অনিবার্য। সেক্ষেত্রে রাজস্থানও মধ্যপ্রদেশের মতই হাতছাড়া হবে।

এই অবস্থায় কংগ্রেস নেতৃত্ব আপ্রাণ চাইছেন শচীনকে বুঝিয়ে অশোক-শচীন সংঘাতে জল ঢেলে রাজস্থানের গদি বাঁচাতে। শচীনকে বোঝাতে কংগ্রেস বার্তা দিয়েছে বাড়িতে ঝগড়া হলে সমস্যা মেটানো হয়, সেজন্য কেউ বাড়ি ছেড়ে চলে যায়না। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানিয়েছেন, এই ঝগড়ায় বিজেপিকে জায়গা করে দেওয়া যাবেনা। বিজেপি যেন রাজস্থানে সরকার গড়তে না পারে তা দেখতে হবে। যদি শচীন কোনও কিছু নিয়ে ক্ষুব্ধ হয়ে থাকেন তবে তা মেটানো হবে।

জানা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও শচীন পাইলটের সঙ্গে কথা বলেছেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন। যদিও শচীনের রাগ ঠান্ডা যে হয়নি তা পরিস্কার। কারণ তিনি এখনও নিজের অবস্থানে অনড়। শচীন পাইলট ও তাঁর সঙ্গী বিধায়কদের বোঝাতে না পারলে কিন্তু সত্যিই কংগ্রেসের পক্ষে রাজস্থান ধরে রাখা মুশকিল বলে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button