Kolkata

অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব রাষ্ট্রপতি

ভারত শ্রীচৈতন্য, বুদ্ধের দেশ। এ দেশ সহনশীলতার দেশ, অসহিষ্ণুতার নয়। বিতর্ক ও আলোচনার পথে হাঁটা যেতেই পারে, কিন্তু অসহিষ্ণুতার পথে নয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সকলে সেকথাই বলার চেষ্টা করেছেন। মুক্তমনে বিতর্ক চলতে পারে, তর্ক হতে পারে। কিন্তু কখনই অসহিষ্ণু হতে পারেননা। এদিন আইআইএম কলকাতার সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অসহিষ্ণুতার বিরুদ্ধে তাঁর বক্তব্য কোনও ভাষণ হিসাবে লেখা নেই। তিনি যা বলছেন তা তাঁর মনের কথা। এমনকি তাঁর অসহিষ্ণুতা বিরোধী বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি তার জন্য দুঃখিত বলেও জানান রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ে বিতর্ককে জায়গা দিয়ে সংঘাত, অসহিষ্ণুতা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। সমালোচনাকে অসহিষ্ণুতার তকমা না দিয়ে যুক্তি বলে গ্রহণ করার জন্যও পড়ুয়াদের আহ্বান জানান রাষ্ট্রপতি।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *