National

প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডে এক মাসের বেতন দান করলেন রাষ্ট্রপতি

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলিফ ফান্ড কেয়ারস-এ নিজের এক মাসের বেতন দান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি একথা জানান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থের প্রয়োজন। সেই অর্থের জন্য প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ জমা পড়া শুরু হয়েছে। এদিন নিজের এক মাসের বেতন দানের পাশাপাশি রাষ্ট্রপতি দেশবাসীকেও এই ফান্ডে অর্থ প্রদানের আহ্বান জানান। রাষ্ট্রপতির বেতন প্রদানের কথা রাষ্ট্রপতি ভবনের তরফে ট্যুইট করে জানানো হয়।

দেশজুড়ে করোনা মোকাবিলায় চলছে লকডাউন। করোনার সঙ্গে লড়াইয়ে যে পরিকাঠামো দ্রুত তৈরি করতে হচ্ছে বা কিছু অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদান করে হচ্ছে তাতে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। দরিদ্রদের জন্য যে সুরাহা প্রকল্প অর্থমন্ত্রক ঘোষণা করেছে তাতেও প্রচুর অর্থ খরচ হচ্ছে। সব মিলিয়ে এই অবস্থায় করোনার সঙ্গে লড়াইয়ে দরকার অর্থ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ইতিমধ্যেই ক্রীড়াবিদ থেকে সিনেমার তারকা, একে একে অনেকেই প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে অর্থপ্রদান করছেন। অর্থপ্রদান করছেন শিল্পপতিরা। এছাড়া তাঁরা এগিয়ে এসেছেন তাঁদের পক্ষে সম্ভব এমন পরিকাঠামো দিয়ে সাহায্য করতে। সকলে হাতে হাত মিলিয়ে এই লড়াইটা চালাতে পারলে একদিন করোনার বিরুদ্ধে জয় আসবে বলেই আশাবাদী সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *