National

রাষ্ট্রপতির ভাষণে করণী সেনার জন্য প্রচ্ছন্ন বার্তা, নাগরিক মনস্ক দেশ গঠনের আহ্বান

যে কোনও বিষয়ে ভিন্নমত থাকতে পারে। তার বিরোধিতাও হতে পারে। কিন্তু অন্য কারও মর্যাদা নিয়ে উপহাস করা কখনই উচিত নয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে বৃহস্পতিবার পদ্মাবত-কে কেন্দ্র করে করণী সেনার তাণ্ডবের বিরুদ্ধে প্রচ্ছন্ন ও ইঙ্গিতবাহী মতামত ব্যক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাপরায়ণতার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।

পাশাপাশি নাগরিক মনস্ক দেশ গঠনের জন্য নাগরিক মনস্ক প্রতিবেশির গুরুত্ব তুলে ধরেন রামনাথ কোবিন্দ। উৎসব হোক বা বিরোধিতা, কোনও কিছুতেই অন্যের অসুবিধা করা উচিত নয় বলেই পরামর্শ দেন তিনি। পাশের বাড়ির প্রতিবেশির অধিকার, গোপনীয়তা ও ব্যক্তিস্বাতন্ত্র্যকে সম্মান জানানোর কথা মনে করিয়ে দেন রাষ্ট্রপতি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভারত এখন অনেককিছু অর্জন করেছে বলেও জানান রাষ্ট্রপতি। পাশাপাশি আরও অনেককিছু অর্জন করা বাকি বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যাঁরা একসময়ে ভারতকে স্বাধীন করেছেন, তাঁদের কথা মাথায় রেখে দেশবাসীকে সেটা অর্জন করতে হবে। সেইসঙ্গে দেশের তরুণদলই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

(ছবি – সৌজন্যে – দূরদর্শন)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *