Kolkata

বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ, পাল্টা অন্য রাজ্যে তৃণমূলের জন্য মাটি চাইছেন মমতা

এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। সেটাই বোঝাতে এপ্রিলে রাজ্যে প্রচার ও সংগঠনকে শক্তিশালী করতে ঘাঁটি গাড়ছেন বিজেপির একগুচ্ছ সাংসদ। যেখানে উমা ভারতী, স্মৃতি ইরানিরাও রয়েছেন। সরানো হয়েছে বিজেপির রাজ্য স্তরের অকার্যকরী নেতানেত্রীদের। যারমধ্যে নাম রয়েছে গায়িকা আরতি ভট্টাচার্য, সুরকার বাপ্পি লাহিড়ির। ২০১৮-তে পঞ্চায়েত নির্বাচন। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যে বিজেপি যে ঘুঁটি সাজাচ্ছে তা বুঝতে ভুল করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন কালীঘাটে দলীয় বৈঠকে পাল্টা রাজ্যের বাইরে তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার পাল্টা চাল চালতে চাইছেন তিনি। এজন্য সিকিম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের মত রাজ্যগুলিকে টার্গেট করে লোকসভার জন্য ছুটতে চাইছেন তিনি। এসব রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে এক একজন দলীয় নেতাকে দায়িত্বও সঁপে দিয়েছেন তৃণমূল নেত্রী।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *