National

অবসরের পরও রাষ্ট্রপতির একান্ত ইচ্ছায় কাজে ফিরছে বিক্রান্ত ও বিরাট

অবসর গ্রহণের পরও ফের তারা কাজে ফিরছে। তার যাবতীয় কাগজপত্রের কাজ শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতির ব্যক্তিগত ইচ্ছাকে মর্যাদা দিয়েই ফেরানো হচ্ছে তাদের।

সরকারি চাকরি বলে কথা। তা চলে নিয়ম মেনে। তাও আবার তারা প্রতিরক্ষা মন্ত্রকের কর্মী। কাজ ছিল রাষ্ট্রপতির দেহরক্ষীর। তাদের চাকরি জীবন শেষ হয়েছে গত ২৬ জানুয়ারি।

প্রজাতন্ত্র দিবসের দিন তাদের অবসরের সময় তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ তাদের অবসরের কথা জানতে পেরেছিল। তাদের ছবি প্রকাশ পায় বিভিন্ন সংবাদমাধ্যমে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে অবসরের সঙ্গে সঙ্গে তাদের অবসরকালীন কাগজপত্রের কাজও সম্পূর্ণ হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি তাদের অবসরের পরও তাদের ভুলতে পারছিলেননা বোধহয়। তাই তিনি বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে তাদের অবসর থেকে ফেরানোর ইচ্ছা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতির ইচ্ছাকে সম্মান জানিয়েই তাদের অবসর নেওয়া বাতিল করে ফের নতুন করে কাগজপত্র বদল করছে প্রতিরক্ষা মন্ত্রক। ফের কাজে ফিরতে চলেছে বিক্রান্ত ও বিরাট।

দেহরক্ষী হিসাবে ২টি কালো ঘোড়া বিক্রান্ত ও বিরাটের ওপর মায়া পড়ে গিয়েছিল রাষ্ট্রপতির। সেজন্যই এবার তারা ফের কাজে ফিরতে চলেছে।

ভারত সরকারের নিয়ম অনুযায়ী সরকারি কাজে যুক্ত জীবেরাও সরকারি কর্মীর সমান মর্যাদা ও সুবিধা ভোগ করে। ফলে তারাও অবসর পাওয়ার পর নির্দিষ্ট কিছু সুবিধা ভোগ করে থাকে। অবসরকালীন ভাতাও পায়।

সেসব নিয়ে অবসর জীবনটা আলস্যে কাটানো আর হল না বিক্রান্ত ও বিরাটের। দ্রুতই কাজে ফিরছে তারা। বাকি কেবল কিছু কাগজি কাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *