World

পর্যটকের সুটকেসে লুকিয়ে অচেনা দ্বীপে পৌঁছে গেল টিকটিকি, এবার কি হবে

এক পর্যটকের সুটকেসে লুকিয়ে পড়েছিল সে। তারপর লুকিয়েই পাড়ি দেয় নিজের চেনা জায়গা ছেড়ে একদম অচেনা দ্বীপে। যেখানে তার মত কেউ থাকেনা।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাস তাদের। হিসাব বলছে একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া আর সর্বত্রই তাদের দেখা মেলে। তবে একটু গরম জায়গা পেলে সেখানে তারা বাস করতে স্বাচ্ছন্দ্য অনুভব করে।

তাদের অনেকের যেখানে বাস সেখানেই ছিল সে। কিন্তু এক পর্যটকের ব্যাগে লুকিয়ে পড়ে এবার সে যেখানে পৌঁছেছে সেখানে তার প্রজাতির কেউ থাকেনা। ফলে সে একা। আবার নিজের জায়গায় ফিরে যাওয়াও মুশকিল।

কারণ সমুদ্র পার করে সে এসে পড়েছে একটি দ্বীপে। যেখান থেকে তাকে তুলে না নিয়ে গেলে তার পক্ষে ফেরা অসম্ভব। এটি ভূমধ্যসাগরীয় গেকো প্রজাতির টিকটিকি। যারা মূলত মাংসাশী। এদের ডাকও ভিন্ন হয়।

এমনই একটি গেকো ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এক পর্যটকের সুটকেসে লুকিয়ে ঢুকে পড়ে পৌঁছে গেছে ইংলিশ চ্যানেলের কাছে অবস্থিত দ্বীপ গার্নসিতে। সেখানে পৌঁছে যখন ওই পর্যটক তাঁর ব্যাগ থেকে জামাকাপড় বার করে রাখছিলেন, ঠিক তখনই সুটকেস থেকে বেরিয়ে আসে গেকোটি।

আপাতত এই মাংসাশী প্রজাতির টিকটিকিটিকে ওই দ্বীপের পশু সংরক্ষণের সঙ্গে যুক্ত মানুষজন আলাদা করে রেখেছেন। কারণ তার এই দ্বীপের সঙ্গে পরিচিতিই নেই। তার প্রজাতিরও কাউকে সে এখানে খুঁজে পাবেনা।

অগত্যা তাকে ওই দ্বীপের ভিন্ন আবহাওয়ায় সুস্থ রাখাটাই বড় চ্যালেঞ্জ। গেকোটিকে কি তার পুরানো জায়গায় ফেরানো হবে? সে বিষয়টি এখনও পরিস্কার নয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *