World

দুধের শিশুর বিরুদ্ধে মামলা, চাকরি হারাতে বসেছেন পুলিশ আধিকারিক

এক দুধের শিশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের! তাই আবার হয় নাকি! বিষয়টি সামনে আসতে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে দফতর।

এক দুধের শিশু নাকি অন্যের জমি হাতিয়ে নিয়েছে! অভিযোগে তাই লেখা রয়েছে। যা কার্যত সকলকে হতবাক করে দিয়েছে।

এক ব্যক্তির জমি বেচার কথা হয় আর এক জনের সঙ্গে। সিদ্ধান্ত হয় জমি বিক্রির। রফিক নামে ওই ব্যক্তির জমি তিনি জামিল নামে এক ব্যক্তিকে বেচার সিদ্ধান্ত নেন।

কিন্তু পরে রফিক অভিযোগ করেন যে তাঁর জমি জামিলের পরিবার দখল করে নিয়েছে। রফিকের দাবি, তিনি কথা মত ১৫ লক্ষ টাকা পাননি।

জমি বিক্রির জন্য রফা হওয়া ওই টাকা না দিয়েই জামিলের পরিবার তাদের নামে ওই জমি জবরদখল করে নেয়। এমনকি রেজিস্ট্রিও করে নেয় জমিটি।

জামিলের নামে নথিভুক্তও হয়ে যায় জমি। কিন্তু রফিক টাকা পাননি বলে পুলিশে অভিযোগ করেন। পুলিশ জামিল সহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই তালিকায় চাঁদ নামে জামিলের ৭ মাসের ছেলেও ছিল। এই জামিল তাঁদের জামিন চেয়ে স্থানীয় একটি আদালতের দ্বারস্থ হন। আদালত বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে অবাক হয়ে যায়।

৭ মাসের শিশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা! তাই আবার হতে পারে নাকি! যে স্টেশন হাউস অফিসার এই মামলা রুজু করেছিলেন সেই পুলিশ আধিকারিক কিছু খতিয়ে না দেখেই মামলা রুজু করেছেন বলে জানানো হয়। এরপরই ওই অফিসারকে সাসপেন্ড করা হয়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খোখার আশরাফ গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button