World

রহস্যময় কাণ্ড, অন্য দেশে গিয়ে হারিয়ে যাচ্ছেন বিমানসেবিকারা

এমন কাণ্ড যে আচমকা হয়েছে এমনটা নয়। আগেই তা শুরু হয়েছিল। ফের তেমনই একটি ঘটনা ঘটল। যা নতুন করে রহস্যের জন্ম দিয়েছে।

পাকিস্তানের বিমানসেবিকারা অন্য দেশে উড়ে যাচ্ছেন ঠিকই। কিন্তু সেখানে গিয়ে আচমকা ভ্যানিস হয়ে যাচ্ছেন। যা পাক বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ-এর কাছে একটা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে হইচই পড়েছে সম্প্রতি এক পাক বিমানসেবিকা পাকিস্তান থেকে কানাডা পৌঁছে সেখান থেকে উধাও হওয়ার ঘটনায়।

তিনি সঠিক সময়ে ফিরতি বিমানে ওঠেননি। ফলে তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে খবর নেওয়া হয়। তাঁর খোঁজে তাঁর ঘরেও পৌঁছে যান সকলে। সেখানে তাঁকে পাওয়া যায়নি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তবে একটি কাগজের টুকরো পাওয়া গিয়েছে। যেখানে ওই বিমানসেবিকা পিআইএ-কে ধন্যবাদ জানিয়েছেন। যদিও এটা প্রথম নয়। এর আগেও পাক বিমানসেবিকা পাকিস্তান থেকে অন্য দেশে পৌঁছে আর ফিরতি বিমান ধরেননি, এমনটা হয়েছে। এই ঘটনা তারই পুনরাবৃত্তি করল।

এভাবে এক এক করে বিমানসেবিকারা অন্য দেশে পৌঁছে ভ্যানিস হয়ে যাওয়ার ঘটনায় পিআইএ রীতিমত চিন্তায় পড়েছে। বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না তারা। পাক সংবাদমাধ্যমেও বিষয়টি চর্চার কেন্দ্রে উঠে এসেছে।

আরও একটি বিষয় নজর কাড়ছে। বিমানসেবিকা তো বটেই পাক বিমানকর্মীও কয়েকজন কানাডায় গিয়ে আর ফেরেননি। বিষয়টি যে তাঁদের স্বদিচ্ছায় হচ্ছে তা মেনে নিচ্ছেন প্রায় সকলেই।

বললে হয়তো সুযোগ নাও পাওয়া যেতে পারে, তাই কিছু না বুঝতে গিয়ে কানাডায় পৌঁছে এঁরা রাতারাতি উধাও হয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *