National

স্বস্তি বাড়িয়ে দেশে ৫ মাসে সবচেয়ে নিচে দৈনিক সংক্রমণ

বেশ কিছুটা স্বস্তি বাড়িয়ে দেশে দৈনিক সংক্রমণ এদিন ৫ মাসে সবচেয়ে কম হল। অন্যদিকে দেশে মৃত্যু এদিন গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

দেশে দৈনিক সংক্রমণ এদিন ৫ মাসে সবচেয়ে কম হল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। এদিন সে তুলনায় অনেকটাই নেমেছে সংক্রমণ।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন ১৫ লক্ষ ৬৩ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় ৪ লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।

এদিন মৃতের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য বেড়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন অনেকটা কমেছে। এদিন কমেছে ১২ হাজার ১০১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬ জনে। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.১৫ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৫১ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *