National

দেশে ৬১ শতাংশের ওপরে পৌঁছল সুস্থতার হার

দেশজুড়েই বেড়ে চলেছে করোনা সংক্রমণ, মৃত্যু। তারমধ্যেই সুস্থতার হারও বাড়ল।

নয়াদিল্লি : দেশে সংক্রমণ গত একদিনে ২২ হাজারের ওপর রইল। ২৫ হাজারের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর সামান্য হলেও তা নেমেছে। তবে যে সংখ্যক মানুষ প্রতিদিন সংক্রমণের কবলে পড়ছেন তাও প্রশাসনের জন্য অবশ্য যথেষ্ট চিন্তার কারণ হচ্ছে। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৫২ জন। যার হাত ধরে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৪২ হাজারের ওপর।

করোনা সংক্রমণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনই প্রতিদিন মৃত্যুও বাড়ছে। গত একদিনে দেশে ৪৮২ জন করোনায় মারা গিয়েছেন। ফলে দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪২ জনে। মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে শোচনীয়। গত একদিনে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২২৪ জনের। পশ্চিমবঙ্গ এখন সংক্রমণের নিরিখে দেশের মধ্যে অষ্টম রাজ্য হিসাবে রয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

দেশে যখন সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে তখন দেশজুড়ে করোনাকে হারিয়ে সুস্থও হয়ে উঠছেন অনেকে। দেশে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৮৮৩ জন। ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩১ জন। অন্যদিকে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৯৪৪ জন। দেশে সুস্থতার হার ৬১ শতাংশ পার করেছে। যা কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *