National

সানি দেওলের সিনেমা দেখে উদ্বুদ্ধ হয় বিকাশ

সানি দেওলের একটি সিনেমা বিকাশ দুবেকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছিল। আপাতত ওয়ান্টেড দুষ্কৃতি বিকাশ দুবে সম্বন্ধে এমন একটি চমকপ্রদ তথ্য সামনে এল।

নয়াদিল্লি : সানি দেওলের বেশ কিছু সুপারহিট সিনেমার একটি হল অর্জুন পণ্ডিত। ১৯৯৯ সালে মুক্তি পায় সিনেমাটি। হলে আসতেই সুপারহিট হয়। সেই সিনেমা দেখে নাকি চরমভাবে উদ্বুদ্ধ হয় কানপুর কাণ্ডে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতি বিকাশ দুবে। নিজেকে অর্জুন পণ্ডিত মনে করতে শুরু করে সে। ওই চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলে। বিকাশ দুবে পরিচিতি বদলে হয়ে যায় বিকাশ পণ্ডিত। নিজেকে পণ্ডিত বলতেই নাকি বেশি পছন্দ করত সে।

কানপুরের এক সাংবাদিক তাঁর নাম গোপন রাখতে হবে এই শর্তে বিকাশ দুবে সম্বন্ধে এই চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, স্থানীয় সাংবাদিকদের কয়েকজন যাঁরা বিকাশ দুবেকে সে সময় থেকে চিনতেন তাঁরা জানিয়েছেন অর্জুন পণ্ডিত সিনেমায় সানি রাজনৈতিক নেতাদের চাপের মুখে পড়েন। নিশা নামে একটি মেয়েকে ভালবাসেন। তারপর নিশার কাছে প্রত্যাখ্যাত হয়ে কুখ্যাত গ্যাংস্টার হয়ে যান নিরীহ এক শিক্ষক।

National News
ফাইল : বিকাশ দুবে, ছবি – আইএএনএস

সিনেমাটি বিকাশ দুবে ১০০ বারের বেশি দেখেছে বলে দাবি করেছেন ওই কয়েকজন সাংবাদিক। তাঁরা জানিয়েছেন বিকাশ নিজেকে তারপর থেকে সকলের কাছে পণ্ডিত নামে খ্যাত করতে চেয়েছিল। সে চেষ্টা করতে গিয়ে নিজেকে পণ্ডিত বলে পরিচয়ও দিত। কানপুরের কাছে ভিকরু গ্রামে রাতের অন্ধকারে ৮ পুলিশকর্মীকে হত্যার ঘটনায় তাকে খুঁজছে পুলিশ। তার মাথায় দাম ধার্য হয়েছে আড়াই লক্ষ টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button