Kolkata

ডিএ মামলায় বড় ধাক্কা খেল রাজ্যসরকার

ডিএ মামলায় স্যাট-এ রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল রাজ্যসরকারের। ফলে রাজ্য সরকারি কর্মচারি মহলে খুশির হাওয়া বয়ে যায়।

কলকাতা : স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এ রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন নিয়ে স্যাট বুধবার তাদের রায় জানাবে। এটা জানা ছিল রাজ্য সরকারি কর্মচারিদের। ফলে সকাল থেকেই উদগ্রীব ছিলেন তাঁরা। তারপর খবরটা আসতেই রাজ্য সরকারি কর্মচারি মহলে খুশির হাওয়া বয়ে যায়। কারণ রয়েছে। এদিন স্যাট রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। জানিয়ে দিয়েছে তাদের আগের নির্দেশ বহাল রইল। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা রাজ্য সরকারকে মেটাতেই হবে।

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলির সঙ্গে রাজ্য সরকারের মামলা চলছে। প্রথমে ২০১৭ সালে স্যাট জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দেওয়া হবে কিনা তা রাজ্য সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় কর্মচারি সংগঠনগুলি। ২০১৮-তে হাইকোর্ট জানিয়ে দেয় রাজ্য সরকারের ইচ্ছা নয়, ডিএ বা মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মচারিদের প্রাপ্য। তাঁদের অধিকার। মামলা হাইকোর্ট ফিরিয়ে দেয় স্যাট-এর কাছেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

হাইকোর্টের নির্দেশ মেনে এরপর স্যাট গত বছর রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ ৬ মাসের মধ্যে মিটিয়ে দিতে বলে। কিন্তু রাজ্য সরকার তা নিয়ে কোনও পদক্ষেপ না করলে ফের স্যাটে-র দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলি। পাল্টা রাজ্যসরকারও যায় স্যাট-এর কাছে। রিভিউ পিটিশন করে রায় পুনর্বিবেচনা করার অনুরোধ করে রাজ্যসরকার। সেই রিভিউ পিটিশন এদিন খারিজ করে দিল স্যাট। জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দিতেই হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *