Sports

জার্সি কী হবে, লোগোই বা কী হবে, জানাল এটিকে-মোহনবাগান

এটিকে-মোহনবাগান কী মোহনবাগানের জার্সিই ধরে রাখবে? এ প্রশ্নের উত্তর পরিস্কার করল ক্লাব।

কলকাতা : মিশে গেছে অ্যাটলেটিকো দে কলকাতা এবং শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান। নতুন নাম হয়েছে এটিকে-মোহনবাগান। এবার যেটা প্রশ্ন উঠছে যে ২টি দলের তো জার্সি আলাদা আলাদা ছিল। তাহলে এটিকে-মোহনবাগান খেলোয়াড়রা কী পরে মাঠে নামবেন। এটিকে-মোহনবাগান-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মোহনবাগানের একটা পরম্পরা ও ইতিহাস রয়েছে। তা ধরে রেখে এটিকে-মোহনবাগান আগামী দিনে মাঠে নামবে মোহনবাগানের আইকনিক জার্সি সবুজ-মেরুন পরেই।

এটিকে-মোহনবাগান-এর লোগো কী হবে? সে উত্তরও মিলেছে। বিবৃতিতে জানানো হয়েছে, লোগো থাকবে মোহনবাগানের পুরনো প্রতীকই। শুধু লোগোতে পালতোলা নৌকার চারধার জুড়ে মোহনবাগানের সঙ্গে জুড়ে যাবে এটিকে শব্দটি। এদিকে ক্লাবের তরফে জানানো হয়েছে, আগামী দিনে এটিকে-মোহনবাগান একটি বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে। যেখানে ভবিষ্যতের ফুটবল প্রতিভাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এটিকে-র অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় এটিকে-মোহনবাগান বোর্ডের একজন ডিরেক্টর। তিনি আশা প্রকাশ করে জানান আগামী দিনে ইতিহাস গড়বে এটিকে-মোহনবাগান। প্রসঙ্গত এটিকে গত আইএসএল-এ চেন্নাইকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আর মোহনবাগান ৪টি ম্যাচ বাকি থাকতেই জিতে নেয় আইলিগ। এবার এই ২টি ক্লাব একসঙ্গে হয়ে এটিকে-মোহনবাগান হিসাবে মাঠে নামবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *