Entertainment

ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কের ভূমিকায় এবার তাপসী

ভারতের মহিলা ক্রিকেটের এখনও পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তিনি মিতালি রাজ। তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল গোটা বিশ্বকে বুঝিয়ে দেয় ক্রিকেট পাগল ভারতে মহিলারাও ক্রিকেটে কম যান না। তাঁরাও বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখেন। সেই মিতালি রাজকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক। যে লড়াই, যে পরিশ্রম, যে অধ্যবসায়, যে সব প্রতিকূলতা অতিক্রম করে তিনি ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তী হয়েছেন, সেই কাহিনিই উঠে আসবে রূপোলী পর্দায়।

ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের নিয়ে আগেও সিনেমা হয়েছে। মেরি কম-এর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন তৈরি হচ্ছে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে সিনেমা। সেখানে সাইনার ভূমিকায় রয়েছেন পরিনীতি চোপড়া। তাহলে মিতালি রাজের অভিনেত্রী কে? মিতালি রাজের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তাপসী পান্নু। আর এই ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে কার্যতই আপ্লুত তাপসী। তাপসী জানিয়েছেন, তিনি যেমন আপ্লুত তেমনই মিতালি রাজের ভূমিকায় অভিনয় নিয়ে ইতিমধ্যেই চাপ অনুভব করতে শুরু করেছেন তিনি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Mithali Dorai Raj
ফাইল : মিতালি রাজ, ছবি – আইএএনএস

সিনেমাটির নাম হচ্ছে ‘সাবাস মিঠু’। পরিচালক রাহুল ঢোলাকিয়া। ভায়াকম ১৮ স্টুডিও এই সিনেমার প্রযোজক সংস্থা। ভায়াকম তাঁকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়ায় সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন মিতালি রাজ। অন্যদিকে ভায়াকম-এর সিওও জানিয়েছেন, তাঁর মিতালি রাজের ওপর বায়োপিক বানানোর কথা মাথায় আসে ১ বছর আগেই। তারপর কাহিনি তৈরির কাজ চলছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *