২৮ দিন আগের কথা। সারা দেশে রীতিমত শোরগোল পড়ে যায়। লতা মঙ্গেশকর হাসপাতালে। বয়স হয়েছে। অসুস্থ হতেই পারেন। কিন্তু মানুষের কাছে এই জীবন্ত কিংবদন্তীর দাম অনেক। তিনি তাঁর গলা দিয়ে, গান দিয়ে মানুষের মনে বাস করেন। তাঁদের গুনগুন গুঞ্জনে গুঞ্জিত হন। সেই মানুষটা হাসপাতালে! সকলেই জানার চেষ্টা করছিলেন কেমন আছেন ভারতের কোকিল কণ্ঠী। তখনই জানা গিয়েছিল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। ফলে তাঁকে হাসপাতালেই থাকতে হচ্ছে।
এরপর সময়ের সঙ্গে মানুষ ভুলে যাচ্ছিলেন লতা মঙ্গেশকর এখনও হাসপাতালে। অবশেষে রবিবার ২৮ দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়লেন চিকিৎসকেরা। মুম্বইয়ের অন্যতম সেরা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা। এদিন তিনি বাড়ি ফেরার পর ট্যুইট করে সকলকে জানান তিনি এখন ভাল আছেন। হাসপাতালে ২৮ দিন ছিলেন তিনি। এই সময়ে চিকিৎসকেরা তাঁর খুব খেয়াল রাখেন। তাঁকে সুস্থ করে তোলেন।
লতা জানান, চিকিৎসকেরা চেয়েছিলেন তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তবেই বাড়ি ফেরাতে। সেটাই তাঁরা করেছেন। লতা মঙ্গেশকর এদিন তাঁর সব অনুরাগী ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ১৯৭৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি গান রেকর্ড করা কণ্ঠশিল্পী হিসাবে গিনেস বুকে নাম ওঠে তাঁর। ১৯৪৮ সাল থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজার গান রেকর্ড করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা










