Entertainment

সুরলোকে পাড়ি দিলেন তিনি, রয়ে গেল তাঁর অমর কোকিলকণ্ঠ

ভারতরত্ন লতা মঙ্গেশকর আর নেই। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে ইহলোক ত্যাগ করেন এই ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটি যুগ।

শারীরিক অবস্থার অবনতি হয়েছিল গত শনিবারই। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু সেখানে আর বেশিক্ষণ কাটাতে হল না সুরসম্রাজ্ঞীকে। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ হয়ে একটা যুগের। ৯২ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য সুরলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর।

তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটি যুগের। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসানে রবিবারের সকালেই নেমে আসে শোকস্তব্ধ নীরবতা। শুধু সঙ্গীত জগত নয়, দেশের সব ক্ষেত্রের মানুষই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ।

সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। অনেকে তাঁদের স্মৃতি রোমন্থন করেছেন। তাঁদের সঙ্গে লতাজির কথা, কাহিনি মনে পড়েছে তাঁদের। কিছু ভাগ করে নিয়েছেন, কিছু রয়ে গেছে মনের গভীরে।

গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনাও ধরা পড়ে। চিকিৎসা চলতে থাকে। আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে।

লতা মঙ্গেশকরের নিউমোনিয়াও ধরা পড়ে। কিন্তু চিকিৎসকদের তৎপরতায় করোনাও নেগেটিভ হয়। নিউমোনিয়াও অনেকটা নিয়ন্ত্রিত হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর সে সময় সকলকে স্বস্তিও দিয়েছিল।

কিন্তু ফের লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয় গত শনিবার। এতটাই অবনতি হয় যে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তাঁর ওপর বেশ কিছু থেরাপি প্রয়োগ করা হয়।

চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালান। লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য একটি চিকিৎসক দল তৈরি করা হয়। ২৪ ঘণ্টাই তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না।

লতা মঙ্গেশকরের বয়স এক্ষেত্রে চিকিৎসকদের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াল। রবিবার সকালেই চলে গেলেন ভারতের সুর জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। শেষ হয়ে গেল একটা যুগের।

লতা মঙ্গেশকর চলে গেলেন। তবে অমর হয়ে রয়ে গেল তাঁর গাওয়া হাজার হাজার গান। সেই গানের মধ্যেই মানুষের মনে চিরকালের জন্য রয়ে যাবেন লতা মঙ্গেশকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button