ছবির ২ জনই কিংবদন্তী, দুর্লভ ছবিটি শেয়ার করলেন অমিতাভ বচ্চন

সৌজন্যে অমিতাভ বচ্চন। এটা বলাই যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই সাদা কালো ছবিটি প্রকাশ করে রীতিমত চমক দিয়েছেন আর এক কিংবদন্তী অমিতাভ বচ্চন। আর ৫টা ছোট মেয়ের মতই ২টি বালিকার ছবি। আপাত দৃষ্টিতে সাধারণ ছবি। কিন্তু এই ছবির মাহাত্ম্য যে কতটা তা ছবির ২ বালিকার নাম জানলেই বোঝা যায়। অমিতাভ বচ্চনের কাছে অবশ্য এই ছবিটি হাতের কাছে পাওয়া একটা টেলিপ্যাথির মত।
মঙ্গলবার সকালে গায়িকা লতা মঙ্গেশকর একটি ট্যুইট করেন। তাঁর আধ্যাত্মিক গুরু পণ্ডিত জম্মু মহারাজ ও প্রয়াত কবি নরেন্দ্র বর্মার স্মরণে ট্যুইট করেন তিনি। এই ২ জনেরই এদিন ছিল মৃত্যুবার্ষিকী। তাই তাঁদের স্মরণে ট্যুইট। ট্যুইটটি অমিতাভ বচ্চনের নজর কাড়ে। তিনি পাল্টা একটি ট্যুইট করেন। আর সেখানেই এই সাদা কালো ছবিটি তুলে ধরেন।
স্মৃতির সরণি বেয়ে ছবি পোস্ট করে করে অমিতাভ বচ্চন লেখেন লতাজি এবং আশাজি। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটবেলার এই ছবি ইন্টারনেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। এমন ছবি বড় একটা সকলের নজরে আসেনা। তাও ভারতের সঙ্গীত জগতের ২ দিকপালের একসঙ্গে ছবি। মঙ্গেশকর পরিবারের ফ্যামিলি অ্যালবামে থাকার মত ছবি ছিল অমিতাভ বচ্চনের কাছে। আর তা তিনি শেয়ার করলেন সকলের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা