Kolkata

কলকাতায় বসে ক্রিকেট বেটিং, পুলিশের জালে ২

শহর কলকাতার বুকে বসে চলছিল ক্রিকেট বেটিং চক্র। সে খবর পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। তারপরই তারা ব্যবস্থা নেয়। কলকাতা পুলিশের একটি দল হানা দিয়ে পাকড়াও করে ২ জনকে। শহরে ক্রিকেট বেটিংয়ে লাগাম দিতে এক বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ২ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূলে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে রবীন্দ্র সরণির একটি বাড়িতে ক্রিকেট বেটিং চক্র চলছে। সেই খবরের ভিত্তিতে শনিবার কলকাতা পুলিশের একটি দল হানা দেয় ওই বাড়িতে। গ্রেফতার করা হয় ৫৪ বছরের রাজকুমার লিহালা ও ২৪ বছরের অমিত কুমার গুপ্তা নামে ২ ব্যক্তিকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২ জনকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ ২টি মোবাইল ফোন ও ১টি টেলিভিশন সেট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১ লক্ষ ২ হাজার ২০০ টাকা। পুলিশের তরফে খোঁজ নিয়ে দেখা হচ্ছে শহরে আর কোথাও এমন বেটিং চক্র চলছে কিনা। এখন বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছে। ফলে এই সময় ক্রিকেট বেটিংয়ের রমরমা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *